ভুয়া এতিমের নামে অর্থ না দেওয়ায় সমাজসেবা কর্মকর্তাকে পিটুনি

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলায় ভুয়া এতিমের নামে সরকারি অর্থের বিল না দেওয়ায় উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে পিটিয়ে জখম করা হয়েছে।

রোববার (৩ জুন) বিকেলে মঠবাড়িয়ায় উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় একটি এতিমখানার সভাপতি ও তার লোকজন এ ঘটনা ঘটায় বলে জানা গেছে। এ সময় পুরো উপজেলা পরিষদে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা কৌশলে অভিযুক্ত এতিমখানার সভাপতি মো. আবদুল গফ্ফার ও তাঁর সহযোগী এতিমখানার শিক্ষক মাওলানা মোস্তফা মাহামুদকে একটি কক্ষে আটকে রাখলেও অন্যরা দৌড়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে। তাঁদের মধ্যে গফ্ফার দাউদখালী ইউনিয়নের বড়হারজী গ্রামের হাজি গুলশান আরা শিশু সদনের সভাপতি।

অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সোহাগ হাওলাদার বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রাসেল/