র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) একাদশ সংসদ নির্বাচনকালে অসত্য সংবাদ ও গুজবের বিষয়ে মানুষকে সচেতন করতে ‘র্যাব সাইবার নিউজ ভেরিফিকেশন সেন্টার’ নামে একটি ফেসবুক পেজ খুলেছে।
বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পেজটির উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। আসন্ন নির্বাচন সামনে রেখে র্যাবের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়
বেনজীর আহমেদ বলেন, কেউ যদি কোনো সংবাদ নিয়ে বিভ্রান্ত হন তাহলে তিনি সেটি ফেসবুক পেজে দিলে র্যাবের টিম সংবাদটির সত্যতা যাচাই করে তাৎক্ষণিক উত্তর দেবে। এবিষয়ে র্যাব কর্মকর্তারা সার্বক্ষণিক কাজ করবেন বলেও জানান তিনি।
র্যাব মহাপরিচালক আরও বলেন, ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের মিথ্যা, গুজব ও অসত্য সংবাদ ঠেকাতে এ ফেসবুক পেজ খোলা হয়েছে।
সাধারণ নির্বাচন সামনে রেখে দেশব্যাপী মোট ১০ হাজার র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘কেউ যদি দেশের কোথাও সহিংসতা করার সাহস করে তাহলে আমরা তাদের ঠেকাব এবং তাদের প্রতিরোধ করতে এ এলিট ফোর্স প্রস্তুত রয়েছে।’
নির্বাচনের দিন সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার প্রস্তুত থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রয়োজন অনুযায়ী দেশের যেকোনো জায়গায় যাওয়ার জন্য একটি বিশেষ বাহিনী প্রস্তুত রাখা হবে।’
কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়ার জন্য র্যাবকে তথ্য দিতে সবার প্রতি অনুরোধ করেন বেনজীর আহমেদ। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ