‘ভুয়া খবর ঠেকাতে নতুন বিভাগ’

এবার ভুয়া খবর ঠেকাতে নতুন একটি বিভাগ খোলার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য । দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একটি বৈঠক শেষে মঙ্গলবারে এ ঘোষণা আসে।

প্রধানমন্ত্রী থেরেসা মের মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘আমরা ভুয়া খবর আর প্রতিযোগিতামূলক বর্ণনার যুগে বাস করছি। পরস্পর সংযুক্ত এসব জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার জাতীয় নিরাপত্তাব্যবস্থার আরও বেশি এবং উন্নত ব্যবহার নিশ্চিত করবে।’ তিনি বলেন, ‘আমাদের বর্তমান সক্ষমতার ওপর নির্ভর করে আমরা একটি জাতীয় নিরাপত্তা যোগাযোগ ইউনিট তৈরি করব। এই ইউনিটের কাজ হবে ভুয়া তথ্য চিহ্নিত করে তা মোকাবিলা করা।’

তবে বিশেষ এই ইউনিট কীভাবে কাজ করবে, তা বিস্তারিত জানাতে পারেননি ওই মুখপাত্র।

আজকের বাজার:এসএস/২৫জানুয়ারি ২০১৮