যশোরের শার্শা উপজেলার কাশিপুর এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয় দেয়া এক ভুয়া ব্যক্তিকে আটকের কথা জানিয়েছে বিজিবি। সোমবার আটক হওয়া তুহিন (৪০) নামের ওই ব্যক্তি যশোরের চৌগাছা থানার বিশ্বাস পাড়া এলাকার আনিছুর রহমানের ছেলে।
৪৯ বিজিবি শালকোনা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেমের ভাষ্য, তুহিন নামে এক ব্যক্তি কাশিপুরে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি করছে বলে গ্রামবাসী অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তুহিনকে ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদে ভুয়া প্রমাণ হলে তাকে আটক করে শার্শা থানায় সোপর্দ করা হয়। শার্শা থানার কর্তব্যরত সহকারী উপপরিদর্শক রবিউল ইসলাম (এএসআই) জানান, এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান