মালয়েশিয়ায় প্রস্তাবিত একটি আইনে ভুয়া সংবাদ প্রচারকারীদের জন্য সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, অথবা ১ লাখ ৩০ হাজার ডলার পর্যন্ত জরিমানার বিধান জারির দাবি জানিয়েছেন দেশটির প্রধান মন্ত্রী নাজিব রাযাক।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, গত সোমবার মালয়েশিয়ার পার্লামেন্টে প্রস্তাবটি উত্থাপন করা হয়। প্রস্তাবে বলা হয়, পত্রিকায় ছাপা বা রেডিও-টিভি অনলাইনে প্রচারিত খবর বা তথ্য যদি আংশিকও ভুল হয় তাহলে তাকে ভুয়া খবর হিসেবে বিবেচনা করা হবে।
মালয়েশিয়া বা মালয়েশিয়ার কোনো নাগরিক সম্পর্কিত কোনো খবর বিদেশে প্রচারিত হলেও সেটি আইনের আওতায় আসবে। অর্থাৎ বিদেশি মিডিয়ায় মালয়েশিয়া সম্পর্কিত কোনো খবরকে ভুয়া খবর হিসাবে বিবেচনা করা হলে ঐ সাংবাদিক বা সংবাদমাধ্যম কর্তৃপক্ষ মালয়েশিয়ায় ঢুকলে তার বিরুদ্ধে এই আইনের আওতায় মামলা করা যাবে।
জানা গেছে, মালয়েশিয়ায় আগামি আগস্টে সাধারণ নির্বাচনের আগে এই আইনটি আনা হচ্ছে। ফলে এরই মধ্যে বিতর্ক শুরু হয়ে গেছে। মালয়েশিয়ার বিরোধী দলগুলো আশঙ্কা করছে যেহেতু পার্লামেন্টের দুই কক্ষে সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই সহজেই প্রস্তাবটি পাস হয়ে যাবে।
বিরোধী এমপি চার্লস সান্টিয়াগো বলেছেন, দেশের মধ্যে ভিন্নমত বন্ধ করতে সরকার এই মারাত্মক অস্ত্র হাতে নিয়েছে।
এস/
Share