ছয় ভুয়া কাস্টমস কর্মকর্তাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃতরা কাস্টমস কর্মকর্তা পরিচয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।
রাজধানীর মিরপুর এলাকা থেকে মঙ্গলবার (২ এপ্রিল) রাতে তাদের আটক করে র্যাব-৪ এর একটি দল।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দফতরের আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, বুধবার দুপুরে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
আজকের বাজার/এমএইচ