ভূঞাপুরের গরুর হাটের রাজস্ব বৃদ্ধি

টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী গরুর হাট দেশের অন্যতম বৃহৎ হাট। এখানে  প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও রোববার গরুর হাট বসে। এ হাটের সরকারি রাজস্ব বেড়েছে।

গত বছরের তুলনায় এ বছর প্রায় ৫ লাখ টাকা বেশি রাজস্ব আদায় করে এ গরুর হাট ইজারা দিয়েছে উপজেলা প্রশাসন।

এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ গরুর হাট উন্নয়নে বিভিন্ন কাজ শুরুর উদ্যোগ নিয়েছেন। এতে স্থানীয় ও বিভিন্ন প্রান্ত থেকে আসা গরুর ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন।

আজকের বাজার/এসএম