টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা হিন্দুপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহতের নাম সুদেব বর্মন (৩০)। নিহত সুদেব বর্মন একই গ্রামের তুফাইনা বর্মনের ছেলে।
রোববার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ফলদার ইউপি সদস্য কনক চন্দ্র ঘোষ জানান, পিডিবির অধীন উপজেলার ফলদা হিন্দু পাড়ায় অপরিকল্পিতভাবে ফাঁটা বাঁশের সঙ্গে বিদ্যুতের লাইন টাঙিয়েছে ভূঞাপুর বিদ্যুৎ অফিস। নিহত সুদেব বাড়ির পাশে গরু চরাতে গিয়ে ওই তারে স্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে অপরিকল্পিতভাবে টাঙানো তার অপসারনের জন্য বিদ্যুৎ অফিসে অভিযোগ করা হলেও কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। সুদেব বছর খানেক আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার স্ত্রী সন্তানসম্ভবা। তার বাবা একজন বৃদ্ধ মানুষ। সংসারে দেখাশুনা করার কেউ রইলো না।
ভূঞাপুর বিপিডিবি (বিতরণ ও উন্নয়ন) বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার ফাঁটা তারের লাইন রয়েছে। পর্যায়ক্রমে সেগুলো সরানো হচ্ছে।
আজকের বাজার/একেএ