ভূতের গলিতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগান থানার ভূতের গলির একটি বাসা থেকে নাজমুল ইসলাম (৩৭) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ মার্চ) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নাজমুল গার্মেন্টস এক্সেসরিজের ব্যবসা করতেন। তার বাবার নাম মৃত আলাউদ্দিন।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, ১৬/২ নর্থ-সাউথ রোড ভূতের গলির একটি পাঁচ তলা বাড়ির চার তলার একটি ফ্লাট থেকে নাজমুলের মরদেহ উদ্ধার করা হয়। সকালে বাসায় ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

তবে তার ব্যবসা লোকসান হওয়ায় পাওনাদারদের চাপে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

এমআর/