ভূবন মাঝি প্রদর্শিত হবে সিঙ্গাপুরে

ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘ভুবন মাঝি’ এবার সিঙ্গাপুরে প্রদর্শিত হতে যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের সম্ভাব্য ১৭ ও ১৮ তারিখ প্রদর্শিত হবার কথা। এ দুদিন তিনটি প্রদর্শনী হবে, এমনটাই জানালেন পরিচালক।

এ ব্যাপারে পরিচালক বলেন, ‘ভাষার মাসে ভূবন মাঝি সিঙ্গাপুরে প্রদর্শিত হবে, এটা অনেক ভালোলাগা দিচ্ছে আমাকে।’

এর আগে ভূবন মাঝি প্রদর্শিত হয়েছে ৭টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে হয়েছে ২০টি প্রদর্শনী।

মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ছবিতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, নওশাবা, মাজনুন মিজান, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়সহ অনেকে। গত বছরের মার্চে মুক্তি পায় ছবিটি।

সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটির ‘আমি তোমারি নাম গাই’ গানটি পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। গানটি লিখেছেন, সুর করেছেন ও গেয়েছেন কালিকা প্রসাদ।

আজকের বাজার: সালি / ২৬ জানুয়ারি ২০১৮