একদিকে আমেরিকায় মৃত্যুমিছিলের বিরাম নেই। তারই মাঝে এবার সঙ্গী ভূমিকম্পও। রবিবার বিকেল নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল মার্কিন মুলুকের মাটি। ক্যালিফোর্নিয়ার এম্পারিয়াল ভ্যালিতে এই কম্পন অনুভূত হয়।
স্থানীয় সময় বিকেল ৩ টে ০৭ নাগাদ বারোয়েলি থেকে মাইল দূরে এই ভূমিকম্পের উৎসস্থল বলে চিহ্নিত করেছে ইউ.এস. জিওলজ্যিকাল সার্ভে।
ভূমিকম্পটি ইম্পেরিয়াল থেকে ২৬ মাইল, এল সেন্ট্রো থেকে ২৮ মাইল , ক্যালেক্সিকো থেকে ৩৬ মাইল ও আলপাইন থেকে ৪০ মাইল দূরে হয়েছে বলে জানানো হয়েছে।
ইউ.এস. জিওলজ্যিকাল সার্ভে জানাচ্ছে, সান দিয়েগো, ওসানসাইড এবং কোচেল্লা উপত্যকার কিছু অংশেও হাল্কা ভূ-কম্পন অনুভূত হয়েছে।
উল্লেখ্য, গত ১০ দিনের মধ্যে এই নিয়ে ২ বার রিখটার স্কেলে ৩-এর বেশি ভূমিকম্প হল। শেষ ৩ বছরের পরিসংখ্যান বলছে, ক্যালিফোর্নিয়ায় এবং নেভাদায় প্রতিবছর গড়ে ৪ থেকে ৫ রিখটার স্কেলে কমপক্ষে ২৫ টি ভূমিকম্প হচ্ছে।