ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ আলবেনিয়ার সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আর্থিক সাহায্য ও বিশেষজ্ঞ সহায়তার জন্য অনুরোধ করছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী ঈদি রামা।
রবিবার মন্ত্রিসভার বৈঠকে ঈদি রামা বলেন, "সহজভাবে বলতে গেলে এই পুনর্গঠন বা পূর্ন:নির্মাণ কাজ একা করা অসম্ভব। তিনি বলেন, ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাজেট পুনঃবিবেচনা করা হচ্ছে, কিন্তু তার পরও আলবেনিয়ার আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।
রমা বলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে লিখিতভাবে সাহায্য চেয়েছেন।
ক্ষয়ক্ষতির হিসাব করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রকৌশলীরা আলবেনিয়ার বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছেন। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে ডুরেজ শহর। “ভূমিকম্পে মাত্র ৫০ জন মারা গেছেন, সংখ্যাটি অতো বেশী নয় বলে সন্তুষ্ট” এমন মন্তব্য করে জনরোশে পড়েন শহরের মেয়র ভালবোনা সাকো। রবিবার তিনি পদত্যাগ করেন।খবর ভিওএ।
আজকের বাজার/লুৎফর রহমান