কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রোববার ভোরে এক ভয়াবহ ভূমিধসে অন্তত ১৯ জনের প্রাণহানি হয়েছে ও আরো ১৪ জন নিখোঁজ রয়েছে। এই ঘটনায় আটটি বাড়ি মাটি চাপা পড়েছে।
ধ্বংসস্তুপের নিচে আটকাপড়াদের সন্ধানে তল্লাশী চলছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
জাতীয় ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, কাউকা এলাকার রোসাসে ঘটনাস্থলের নিকটস্থ হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাতের কারণেই এই ভূমিধস হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।