ভূমিধসে কেনিয়ায় ৩৪ জনের মৃত্যু

ভারী বর্ষণের কারণে শনিবার কেনিয়ায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। বর্ষণের কারণে বন্যা ও ভূমিধসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

শুক্রবার উগান্ডা সীমান্তের নিকটবর্তী পশ্চিম পোকোট কাউন্টিতে বৃষ্টিপাত শুরু হয়। রাতে ভারি বৃষ্টিপাতে পরিস্থিতি নাজুক হয়ে ওঠে। বন্যা দেখা দেয় ও ভূমিধস শুরু হয়।

প্রবল পানির স্রোতে ও ভূমিধসের কারণে চারটি সেতু ভেসে যায়। এতে ওই এলাকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রাম মুইনো বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পশ্চিম পোকোট কাউন্টির গভর্নর জন লোনিয়াঙ্গাপুয়ো টেলিফোনে রয়টার্সকে বলেছেন, “বহু লোক পানিবন্দি হয়ে পড়েছে। পুরো গ্রামটি (মুইনো) বন্যার স্রোতে ভেসে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী, ফ্রেড মাতঙ্গী জানান, পশ্চিমাঞ্চলীয় কেনিয়ার তাকমাল, পারুয়া ও তাপাচ গ্রামাঞ্চলে ভূমিধসে ২৯জন প্রাণ হারান।

কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা জনগণের জীবন বাঁচাতে জরুরি ত্রান সদস্যদের দুর্গত এলাকায় নিয়োগের কথা জানান।

আজকের বাজার/লুৎফর রহমান