ভূমিধসে রুয়ান্ডায় ১৮ জনের মৃত্যু

রুয়ান্ডার পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের পর ভূমিধসে ১৮ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে স্থানীয় সময় রোববার। খবর বিবিসি।

বিবিসির খবরে বলা হয়, দেশটির দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র ফিলিপ হাবিনশুটি জানান, বৃষ্টিপাতের পর ভূমিধসে চাপা পড়া স্বজনদের খোঁজে স্থানীয়রা মাটি খুঁড়ে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। অন্যান্য বছরগুলোর তুলনায় গত চার মাস ছিল ভয়াবহ। খুবই আতঙ্কজনক।আফ্রিকার ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে ‘হাজার পাহাড়ের দেশ’হিসেবে পরিচিত রুয়ান্ডা।

এদিকে গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিস কাবোনেকা বলেন, সরকার উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকাগুলো থেকে অধিবাসীদের ছেড়ে চলে যেতে বলা হয়েছে। সরকারি আদেশ না মানলে তাদের জোর করে সরানো হবে।

আজকের বাজার/ এমএইচ