পৃথিবীর ভূস্বর্গ বলে খ্যাত ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ৫ দশমিক ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাতে রাজ্যটির বেশ কয়েকটি জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা এলাকায় ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
উল্লেখ, বিশ্বের অন্যতম একটি ভূমিকম্প প্রবণ এলাকা কাশ্মীর উপত্যকা। এর আগে, ২০০৫ সালের ৮ অক্টোবর ৭ দশমিক ৬ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের ৪০ হাজারের বেশি মানুষ নিহত হন।
এস/