ভেঙে পড়েছে তাজমহলের দরওয়াজা-ই-রওজা

প্রবল ঝড়বৃষ্টিতে ভেঙে পড়েছে তাজমহলের প্রবেশদ্বারের মিনারের একাংশ।প্রবেশদ্বারের এই অংশকে বলা হয় দরওয়াজা-ই-রওজা ।

বুধবার রাতে আগ্রায় প্রবল বর্ষণসহ ঘন্টায় ১০০ কিলোমিটারের বেশী গতিবেগে ঝড় বয়ে যায়। এতে ভেঙে পড়ে তাজমহলের দক্ষিণদিকের রাজকীয় প্রবেশদ্বারের মিনারের একাংশ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট একটি সাদা গম্বুজও।

সপ্তদশ শতকে মোঘল আমলে স্থাপিত ১২ ফুট লম্বা মিনারটি ধাতুর তৈরি এবং কারুকার্যখচিত।

এরআগে ২০১৬ সালে পরিস্কার কাজ চলাকালে তাজমহলের ভেতরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আজকের বাজার/আরজেড