মীনা বাজারে অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (৩০ মে) দুপুরে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযানে মীনা বাজারের আউটলেটের স্টোর রুমে পচাঁ মাছ, মুরগি, সবজি ও ফল পাওয়া যায়। এছাড়াও ফ্রান্সের তৈরী একটি ককোমল পানীয় পাওয়া গেছে যাতে ববিএসটিআই'র অনুমোদন নেই।
এসব কারণে মীনা বাজারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ম্যানেজার এবং ক্যাশিয়ারকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
আরজেড/