রাসেল ডমিঙ্গোর কোচিং স্টাফে বেশ আগেই যোগ দিয়েছেন চার্লস ল্যাঙ্গেভেল্ট। কিন্তু প্রথম সিরিজেই বাংলাদেশ দল পরিষ্কার জানিয়ে দিয়েছে, যতক্ষণ উপমহাদেশে খেলা হচ্ছে ততক্ষণ স্পিন আক্রমণই মূল ভরসা। আফগানিস্তানের বিপক্ষে কোন পেসার ছাড়াই টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। আসছে ভারত সফরে তেমন কিছু না দেখা গেলেও স্পিনই এ দলের মূল ভরসা। আর তাই দলের আশা ভরসাও এখন ল্যাঙ্গেভেল্টে নয়, মাত্রই দলের সঙ্গে যুক্ত হওয়া ড্যানিয়েল ভেট্টোরি।
প্রথমদিন সেভাবে কাজ না করলেও সামনে স্পিনারদের নিয়ে ভালো কিছু করবেন প্রত্যাশা সানির, ‘উনি একজন গ্রেট স্পিনার, বাঁহাতিদের মধ্যে। আজকে যেহেতু প্রথম দিন, সবাইকে শুধু দেখেছেন। তেমন কোনো কথা হয়নি। হয়তো কাল এটি নিয়ে কথা বলবো, বা পরবর্তী যেদিন অনুশীলন হবে সেদিন হয়তো আলোচনা করা হবে।’
আসন্ন ভারত সফরেও ভেট্টোরির অভিজ্ঞতা কাজে লাগবে বিশ্বাস ৩৩ বছর বয়সী বাঁহাতি স্পিনার আরাফাত সানি, ‘ভারতে কিন্তু অনেক ম্যাচ খেলেছেন তিনি, কোচিংও করাচ্ছেন। তাই উইকেটটি কিন্তু আমাদের চেয়ে সে অনেক বেটার জানে। কোন উইকেটগুলো কিরকম হতে পারে, কিভাবে বোলিং করলে বেটার পারফর্ম করা যায় সেদিক থেকে এই জিনিসগুলোর ব্যাপারে আমি আইডিয়া নেয়ার চেষ্টা করবো