ভেনিজুয়েলার দক্ষিণ-পূর্ব বলিভার রাজ্যের অ্যাঙ্গোস্তুরা শহরের লা প্যারাগুয়ায় একটি খনি ধসে ১৫ জনের প্রাণহানি এবং আরো ১১ জন আহত হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বুধবার রাতে এ কথা জানিয়েছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি আরো বলেছেন, আটকে পড়া খনি শ্রমিকদের উদ্ধারে ও্ই এলাকায় স্থল ও বিমান সহযোগে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
মাদুরো বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে খনন কাজ কিছুটা করার পরেই খনিটি ৩০ মিটার গভীরে ধসে পড়ে। (বাসস ডেস্ক)