ভেনিজুয়েলার নির্বাচনের পুরো ফল প্রকাশে গুরুত্বারোপ বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা ভেনিজুয়েলার বিতর্কিত নির্বাচনের পুরো ফল প্রকাশের ওপর গুরুত্বারোপ করেছেন।
উভয়ের মধ্যে ফোনালাপের পর ব্রাজিলের প্রেসিডেন্ট কার্যালয় থেকে এ কথা বলা হয়েছে।
কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত রোববার অনুষ্ঠিত নির্বাচনের পুরো ফল প্রকাশের বিষয়ে লুলা গুরুত্বারোপ করলে বাইডেন তাতে সম্মতি দেন।
উল্লেখ্য, ভেনিজুয়েলায় রোববার অনুষ্ঠিত নির্বাচনে নিকোলাস মাদুরো তৃতীয় বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।
দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, মাদুরো ৫১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে তার প্রতিপক্ষ এডমান্ডো গঞ্জালেজকে হারিয়েছেন। গঞ্জালেজ পেয়েছেন ৪৪ দশমিক ২ শতাংশ ভোট।
তবে বিরোধী দল মাদুরোর বিজয়ের ঘোষণাকে জালিয়াতি বলে বর্ণনা করেছে। তারা বলছে, বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ অন্তত ৭৩ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে নিশ্চিতভাবে বিজয়ী হয়েছেন।
এ প্রেক্ষিতে বিতর্কিত নির্বাচন ও ফল প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে এসেছে বিক্ষোভকারীরা। সোমবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ মধ্য কারাকাসের রাস্তায় নেমে আসে। এ সময়ে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।
নিকোলাস মাদুরো নিজেকে প্রেসিডেন্ট পদে জয়ী দাবির পরদিনই ভেনিজুয়েলার রাজধানীতে এই বিক্ষোভ শুরু হয়।