ভেনিজুয়েলার সাবেক ভাইস-প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী জর্জ আরিয়াজা বরিনাসে এক উত্তেজনাপূর্ণ নির্বাচনে রোববার তার পরাজয় মেনে নিয়ে টুইটারে বার্তা দিয়েছেন। বরিনাস হচ্ছে দেশটির প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের আধা-স্বায়ত্বশাসিত একটি গুরুত্বপূর্ণ রাজ্য। খবর এএফপি’র।
শ্যাভেজের সাবেক জামাতা আরিয়াজা তার টুইটার একাউন্টে লিখেছেন, ‘আমাদের সূত্রের দেয়া তথ্য অনুযায়ী আমরা এ নির্বাচনে সফল হতে পারিনি। আমরা হেরে গিয়েছি।’
তবে জাতীয় নির্বাচন পরিষদ এখন পর্যন্ত রোববারের নির্বাচনের ফলাফল ঘোষণা করেনি।
গত বছর আদালতে ভোট গণনা করা হয়। এতে প্রথম ব্যালট বাতিল হয়ে যাওয়ায় বিরোধী দল জয়লাভ করে, যা ক্ষমতাসীনদের বিচলিত করেছে।