ভেনিজুয়েলা কর্তৃপক্ষ সোমবার (৬ আগস্ট) জানিয়েছে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা প্রচেষ্টা চালানোয় জড়িত থাকার অভিযোগে তারা ৬ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। খবর সিনহুয়ার।
স্বরাষ্ট্রমন্ত্রী নেস্তর লুইস রিভারল বলেন, এ হামলা যারা চালিয়েছে এবং দেশে ও দেশের বাইরের যারা এর প্রতি সমর্থন জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরকে সনাক্ত করেছে। এ ড্রোন হামলার ঘটনায় শিগগিরই আরো অনেককে গ্রেফতার করা হবে।
তিনি বলেন, এ ঘটনায় ছয়জনকে গ্রেফতারের পাশাপাশি কয়েকটি গাড়ি জব্দ করা হয়েছে। এছাড়া হোটেল কক্ষ তল্লাশী করার সময় গুরুত্বপূর্ণ প্রমাণ হাতে এসেছে।
রিভারল এ ঘটনায় চোখ বন্ধ করে না থাকতে আন্তর্জাতিক মহলের প্রতি আহবান জানিয়েছেন। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় তিনি নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানান।
আজকের বাজার/একেএ