ভেনিজুয়েলার প্রথম যোগাযোগ স্যাটেলাইট যান্ত্রিক ত্রুটির কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্যাটেলাইটটি ২০০৮ সালে উৎক্ষেপণ করা হয়। বুধবার দেশটির সরকার একথা জানায়। বিস্তারিত উল্লেখ না করে এক বিবৃতিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে সিমন বলিভার স্যাটেলাইটটি যোগাযোগের ক্ষেত্রে আর কাজ করছে না।’ সোমবার যুক্তরাষ্ট্র ভিত্তিক নিউজ সাইট স্পেস নিউজ জানায়, স্যাটেলাইটটির অপর নাম ভেনস্যাট ১, এটি উপবৃত্তাকার কক্ষপথে ১০ দিন ধরে আটকে রয়েছে।
বলিভারিয়ান এজেন্সি ফর এক্টিভিটিজ জানায়, স্যাটেলাইটটি টেলিভিশন সিগন্যালের পাশাপাশি ইন্টারনেট সংযোগ ও মোবাইল টেলিফোনের সিগন্যালের কাজে ব্যবহার করা হচ্ছিল। স্যাটেলাইটটি চীনের তৈরি। হুগো শ্যাভেজ ক্ষমতায় (১৯৯৯-২০১৩) থাকাকালে ২০০৮ সালে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছিল। ভেনিজুয়েলা ২০১২ সালের সেপ্টেম্বরে ‘ফ্রান্সিসকো ডি মিরান্ডা’ নামের দ্বিতীয় একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে। তথ্য- বাসস
আজকের বাজার/ শারমিন আক্তার