ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোমবার বলেছেন, তার সরকার ও বিরোধীদের মধ্যে আলোচনার আয়োজন করছে মেক্সিকো। তবে তিনি বলেছেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার ও তাকে ক্ষমতাচ্যুত করার যে কোন চক্রান্ত থেকে সুরক্ষিত থাকতে পারলেই তিনি এতে অংশ গ্রহন করবেন। খবর এএফপি।
মাদুরো বলেন, মেক্সিকোয় তার অংশগ্রহণ আমেরিকার আরোপিত তেল নিষেধাজ্ঞাসহ অন্যান্য পদক্ষেপগুলো প্রত্যাহারের উপর নির্ভরশীল। ২০১৮ সালে মাদুরো পুননির্বাচিত হলেও বিরোধী দল এবং ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রসহ ৬০টি দেশের কাছে স্বীকৃত নয়। ওয়াশিংটন বিশেষত ভেনিজুয়েলা ও তার শাসকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়িয়ে রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক সংকটে গভীরভাবে ডুবে থাকা দেশটির ওপর বিশাল চাপ সৃষ্টি করেছে।
কারাকাসে প্রেসিডেন্ট ভবনে আইনজীবিদের সাথে এক বৈঠকে মাদুরো বলেন, "মেক্সিকোতে একটি আন্তর্জাতিক সংলাপ অনুষ্ঠানের জন্য নরওয়ে প্রয়াস চালাচ্ছে। আমরা এ ব্যাপারে তাদের সঙ্গে একমত।"
প্রেসিডেন্ট আরো বলেন, আমরা কিছু লোকের সঙ্গে একমত নই যারা বলে তারা এই সংলাপে অংশ নিচ্ছে, অন্যদিকে তারা অভ্যুত্থান ঘটানোর প্রস্তুতি গ্রহন, অপরাধীদের অর্থায়ন, সন্ত্রাসী হামলা এবং গুপ্তহত্যার পরিকল্পনা করছে।
বিরোধী দলীয় নেতা ফ্রেডি গুয়েভারাকে গ্রেফতারের পর মাদুরো সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। সোমবার পুলিশ তাকে গ্রেফতার করেছে। প্রসিকিউটরের অফিস জানিয়েছে, তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হবে। ইতোপূর্বে মাদুরোর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও সহিংসতা উস্কে দেওয়ার জন্য গুয়েভারাকে অভিযুক্ত করা হয়েছিল।
গুয়েভারার কথা সরাসরি উল্লেখ না করে মাদুরো সোমবার বলেন, যাদের ক্ষমা করা হয়েছে তাদের কয়েকজন "মুক্তি পেয়ে পালিয়ে থাকা অপরাধী, সহিংস গোষ্ঠীগুলোর জন্য অর্থায়ন ও গুপ্তহত্যার প্রস্তুতিতে যোগ দিচ্ছে।" যুক্তরাষ্ট্র ও ইইউ বলেছে যে, যদি “গ্রহনযোগ্য” নির্বাচনের লক্ষ্যে আলোচনা এগোয় তাহলে তারা নিষেধাজ্ঞাগুলো পর্যালোচনা করতে রাজি।"
মাদুরো আইন প্রণেতাদের বলেন, "আমরা মেক্সিকোয় যাওয়ার জন্য তিনটি শর্ত প্রস্তাব করছি। এক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিবে। দুই, সকল রাজনৈতিক পক্ষ বসে জনগণের ক্ষমতা, সাংবিধানিকতা এবং এর বৈধ কর্তৃপক্ষকে স্বীকৃতি দেবে এবং তৃতীয়ত, অপরাধীদের সহিংস পরিকল্পনা, অভ্যুত্থান, গুপ্তহত্যাকান্ড এবং সব ধরণের সহিংসতা পরিত্যাগ করতে হবে। নভেম্বরে ভেনিজুয়েলায় আঞ্চলিক নির্বাচন হওয়ার কথা রয়েছে। মাদুরো মেয়র ও অন্যান্য পদে তার বিরোধীদের বিজয়কে সম্মান প্রদর্শনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান