ভেনিজুয়েলার হুমকি মোকাবেলায় কলম্বিয়া প্রস্তুত রয়েছে। সামরিক সংঘাত উস্কে দেয়ার চেষ্টা চালানোয় দেশটির প্রেসিডেন্ট বোগোটাকে দায়ী করার পর এমন কথা বলা হয়। বুধবার কলম্বিয়ার এক মন্ত্রী একথা বলেন। খবর বাসস।
সংবাদমাধ্যমে পাঠানো এক অডিও বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী কার্লোস হোলমস ট্রুজিলো বলেন, ভেনিজুয়েলার পক্ষ থেকে হুমকি দেয়া হলেও কলম্বিয়া কর্তৃপক্ষ উস্কানিমূলক কোন কর্মকান্ড চালাবে না। তবে কলম্বিয়া তাদের দেশের সার্বভৌমত্ব ও শান্তি রক্ষায় প্রস্তুত রয়েছে।
ভেনিজুয়েলার সাথে সামরিক সংঘাত উস্কে দেয়ার প্রচেষ্টায় শান্তি চুক্তি প্রত্যাখানে ভিন্নমতাবলী ফার্ক নেতাকে ব্যবহার করায় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কলম্বিয়া সরকারকে দায়ী করে।
দক্ষিণ আমেরিকার প্রতিবেশি এ দুই দেশের মধ্যে চরম উত্তেজনাপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এটি হচ্ছে সর্বশেষ বড় আঘাত। গত সপ্তাহে ফার্ক নেতারা আনুষ্ঠানিকভাবে ২০১৬ সালে করা শান্তি চুক্তি প্রত্যাখান করে ফের অস্ত্র হাতে তুলে নেয়ার ঘোষণা দেয়ার পর এ দুই প্রেসিডেন্টের মধ্যে বাদানুবাদ শুরু হয়।
এদিকে কারাকাস তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ প্রত্যাখান করেছে।
কারাকাসে সামরিক এক অনুষ্ঠানে মাদুরো বলেন, ‘কলম্বিয়া সরকার দেশটিকে কেবলমাত্র ভয়াবহ একটি যুদ্ধে যুক্ত করছে না, তারা ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে ভেনিজুয়েলার জন্যে হুমকি তৈরি করছে এবং সামরিক সংঘাতের উস্কানি দিচ্ছে।’
মাদুরো আরো বলেন, ভেনিজুয়েলার বিরুদ্ধে কলম্বিয়ার আগ্রাসনের হুমকি থাকার কারণে দেশটির সাথে থাকা দুই হাজার ২৫০ কিলোমিটার সীমান্ত বরাবর তিনি সামরিক ইউনিট মোতায়েন করছেন।
মাদুরো বলেন, আগামী ১০ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এ সীমান্ত বরাবর সামরিক মহড়া চালানো হবে।
আজকের বাজার/লুৎফর রহমান