সমুদ্রে এক নৌযান ডুবির ঘটনায় ভেনিজুয়েলার ২৪ অভিবাসীর হদিস পাওয়া যাচ্ছে না। মাছ ধরা একটি নৌযানে করে তাদেরকে ত্রিনিদাদ ও টোবাগোতে নেয়ার সময় নৌযানটি ডুবে যাওয়ায় তারা নিখোঁজ হয়। বৃহস্পতিবার বিরোধী দলীয় এক আইনপ্রণেতা একথা জানান। খবর এএফপি’র।
রবার্ট অ্যালকালা এএফপি’কে বলেন, বুধবার নৌযানটি ডুবে যায়।এ সময় নৌযানটিতে ৩৩ জন লোক ছিল, এদের মধ্যে নয়জনকে জেলেরা উদ্ধার করে।
এ ব্যাপারে ভেনিজুয়েলা কর্তৃপক্ষ কিছু জানায়নি।
অ্যালকালা জানান, নৌযানটি ২৫ জনকে নিয়ে উত্তরপূর্বাঞ্চলীয় সুক্রি রাজ্যের উপকূলীয় গুইরিয়া শহর থেকে মঙ্গলবার রাতে যাত্রা শুরু করে। পরে পার্শ্ববর্তী রিও সালাদো শহর থেকে নৌযানটিতে আরো যাত্রী তোলা হয়।
অ্যালকালা আরো জানান, এ ঘটনায় মৃত্যুর নিশ্চিত কোন খবর পাওয়া যায়নি।তবে নৌযানটির ক্যাপ্টেন ও অপর এক নারী বলেছেন, তারা অনেক মৃতদেহ দেখেছেন,তাদের সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে।
অ্যালকালা জানান, ত্রিনিদাদ ও টোবাগো কোস্ট গার্ড এ ঘটনায় উদ্ধার অভিযান শুরু করেছে।