ভেনিজুয়েলার সেনাবাহিনী দুই ব্রিটিশ ও এক আর্জেন্টাইন সাংবাদিককে আটক করার আট ঘন্টা পর শুক্রবার রাতে তাদের ছেড়ে দিয়েছে।
জাতীয় প্রেস ইউনিয়ন (এসএনটিপি) একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
এসএনটিপি এক টুইট বার্তায় জানায়, আর্জেন্টাইন সাংবাদিক লউরা সারাভিয়াসহ ব্রিটিশ সাংবাদিক বার্নেই গ্রীন ও ড্যান রিভার্সকে কারাগারে আটক রাখা হয়েছিল।
এরআগে প্রেস ইউনিয়নটি জানায়, ‘ভেনিজুয়েলায় পর্যটনের ওপর তিন দিন রিপোর্ট করার পর’ দেশ ত্যাগ করার সময় তাদের আটক করা হয়।
সাম্প্রতিক বছরগুলোতে প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কাজ করার অভিযোগে ভেনিজুয়েলা কর্তৃপক্ষ বেশ কয়েকজন বিদেশী সাংবাদিককে তাদের দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে।
ভেনিজুয়েলার অর্থনীতি ও রাজনৈতিক সংকট নিয়ে রিপোর্ট করতে অনেক বিদেশী সাংবাদিক দেশটিতে আসে ।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর চার বছরের শাসন আমলে দেশটি চরম অর্থনৈতিক মন্দার মধ্যে রয়েছে।
এই পরিস্থিতিতে দেশটির নাগরিকদের খাবার ও ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট তীব্র আকার ধারণ করেছে। এছাড়াও পানি, বিদ্যুৎ ও পরিবহনের মতো সরকারি সেবাগুলোও ঠিকমতো দেয়া হচ্ছে না।
জাতিসংঘ জানিয়েছে, উদ্ভুত পরিস্থিতিতে ২০১৫ সাল থেকে ১৬ লাখ লোক ভেনিজুয়েলা থেকে পালিয়েছে।
গণমাধ্যম কার্যালয় বন্ধ করে দেয়া, সেন্সরশিপে কড়াকড়ি আরোপ ও পত্রিকা বিতরণের ওপর বিধি নিষেধ আরোপের মাধ্যমে মাদুরো সরকার সংবাদপত্রের স্বাধীনতা লংঘন করছে বলেও এসএনটিপি’র মতো সংগঠনগুলো অভিযোগ করেছে।
এভাবে সরকার গণমাধ্যমকে এককভাবে নিয়ন্ত্রণ করতে চাইছে বলে অভিযোগ করেছে সংগঠনগুলো।
সূত্র - বাসস