ভেনিজুয়েরার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বুধবার বলেছেন, ভেনিজুয়েলায় মানবিক সহায়তা দেয়ার ব্যাপারে আন্তর্জাতিক রেডক্রস কমিটির সাথে একটি চুক্তি হয়েছে। খবর এএফপি’র।
তেল সমৃদ্ধ দেশটিতে খাদ্য, ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের ব্যাপক সংকট দেখা দিয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে মাদুরোকে ক্ষমতায় টিকে থাকার জন্য জনপ্রিয় বিরোধী দলীয় নেতা জাতীয় পরিষদের স্পিকার জুয়ান গুয়াইদোর মোকাবিলা করতে হচ্ছে।
জাতীয় টেলিভিশন ও বেতারে দেয়া ভাষণে মাদুরো বলেন, ভেনিজুয়েলায় মানবিক ত্রাণ সহায়তা আনতে জাতিসংঘ সংস্থাগুলোর সাথে একত্রে কাজ করতে তার সরকার ও রেডক্রস সম্মত হয়েছে।
ভেনিজুয়েলায় মানবিক সংকট দেখা দেয়ার বিষয়টি নাকচ করে মাদুরো এই পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধকে দায়ি করেন।