ভেনিজুয়েলায় জনাকীর্ণ একটি ক্লাবে পদদলিত হয়ে ১৮ জন নিহত হয়েছেন। খবর এএফপি’র।
বুধবার (২০ জুন) দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
শনিবার (১৬ জুন) রাতে দেশটির রাজধানী কারাকাসের ওই ক্লাবে পার্টি চলাকালে এ ঘটনা ঘটে।
এএফপি’র প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে কারাকাসের একটি ক্লাবে পার্টি চলছিল। এক পর্যায়ে পার্টিতে মারামারি বেধে যায় এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। এতে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। শুরু হয় হুড়োহুড়ি। এসময় পদদলনের ঘটনা ঘটে।
ভেনিজুয়েলার স্বরাষ্ট্র ও বিচারমন্ত্রী নেসটর রেভেরল জানান, ক্লাবটিতে স্কুল গ্রাজুয়েশন পার্টি হচ্ছিল। পার্টি চলাকালে কেউ একজন টিয়ার গ্যাসের বিস্ফোরণ ঘটায়।
এতে ক্লাবটিতে থাকা পাঁচ শতাধিক মানুষ একসঙ্গে বের হওয়ার চেষ্টা করতে গেলে হতাহতের ঘটনা ঘটে।
আজকের বাজার/একেএ