ভেনিজুয়েলায় ভূমিধসে ২২ জনের মৃত্যু, অর্ধ শতাধিক নিখোঁজ

ভেনিজুয়েলার মধ্যাঞ্চলে নদীর পানি অনেক বেড়ে যাওয়ায় ভূমিধসে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে এবং ৫০ জনের বেশি নিখোঁজ রয়েছে। দেশটিতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যার আঘাতে সর্বশেষ এ দুর্যোগ ঘটে। রোববার কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
প্রবল বর্ষণের ফলে দুর্যোগ কবলিত দক্ষিণ আমেরিকার এ দেশে সাম্প্রতিক মাসগুলোতে অনেক মানুষ প্রাণ হারান।
ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগুয়েজ লাস তেজারিয়াস শহরে ঘটনাস্থলে স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা এখানে অনেক ক্ষয়ক্ষতি প্রত্যক্ষ করছি। এখানে ভূমিধসের ঘটনায় আমরা ইতোমধ্যে ২২ জনের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় এখনো ৫২ জন নিখোঁজ রয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমরা এদেরকে খুঁজে বের করতে কাজ করছি।’
এ দুর্যোগে অনেক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে এবং শহরটির রাস্তায় গাছপালা উপড়ে পড়েছে। এতে রাস্তাগুলো কাদামাটিতে ঢাকা পড়েছে এবং বাসাবাড়িতে ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
এদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিহতদের জন্য তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।
১৯৯৯ সালে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের উত্তরের ভার্গাস রাজ্যে ভয়াবহ ভূমিধসে প্রায় ১০ হাজার মানুষ প্রাণ হারান।