ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ৮ জনকে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এদের বিরুদ্ধে ২০১৫ সালে প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হয়েছে। খবর: বার্তা সংস্থা এএফপি’র।
অধিকার সংগঠন ফোরো পেনাল জানিয়েছে, সামরিক আদালতে এদেরকে তিন থেকে ছয় বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজার রায় দিয়েছে।
মাদুরো প্রকাশ্যে জানিয়েছেন, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসেও ওই ষড়যন্ত্রের পেছনে দেশটির বিরোধী দলের একটি অংশের হাত রয়েছে এবং যুক্তরাষ্ট্র সরকার এতে আর্থিক সহায়তা দিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশটির বিরুদ্ধে আনীত এই অভিযোগ অস্বীকার করেছে।
আরজেড/