এনআরসি, সিএএ নিয়ে আতঙ্কিত জনগণকে অভয়বাণী দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভোটার তালিকায় নাম তুলুন, কাউকে দেশ ছাড়তে হবে না।
রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটিতে নৈহাটি উৎসবের উদ্বোধন করতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গর্জে উঠে তিনি বলেন- ভোটার তালিকায় নামটা তুলে রাখুন। আর কিস্যু করার দরকার নেই। রেশন কার্ড আছে, ভোটার তালিকা আছে, আর যা যা আছে। আমরা সবাই দেশের নাগরিক। নতুন করে বলার কিছু নেই। তিনি বলেন, আমি সেই লাইন দেব, যে লাইনে আমার অধিকার প্রতিষ্ঠিত হবে। আমি সেই লাইন দেব না, যে লাইনে আমার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে।
এদিন, নৈহাটি উৎসবের উদ্বোধনী ভাষনে আগাগোড়া এনআরসি, নাগরিকত্ব আইনের বিরোধিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। দৃপ্তকণ্ঠে তিনি বাংলায় ডিটেনশন ক্যাম্প করতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন। ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, ওরা বলছে বাংলায় ডিটেনশন ক্যাম্প করবে। বাংলায় ক্ষমতায় কারা আছে? আমরা আছি। আমি জীবন দিতে তৈরি, কিন্তু, ডিটেনশন ক্যাম্প করতে দেব না, মরে গেলেও না বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।খবর ভিওএ
আজকের বাজার/লুৎফর রহমান