কুষ্টিয়ার ভেড়ামারায় ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় পরিবর্তন করে একদিন পেছানো হয়েছে।
বুধবার, ১১ এপ্রিল গণভবন থেকে বিদ্যুৎ বিভাগ কর্তৃক আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করার কথা থাকলেও তা বৃহস্পতিবার, ১২ এপ্রিল সকাল সাড়ে ১০টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, অনিবার্য কারণবশত এ সময় পরিবর্তন করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের জুলাই মাসে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের কাজ শুরু হয়। ২ হাজার ৭৮৬টি শক্তিশালী পাইলিং এর উপর দাঁড়িয়ে থাকা এ প্লান্টটিতে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে একটি গ্যাস ইউনিট এবং একটি স্টিম টারবাইন ও একটি এইচআরসিজি স্থাপন করা হয়েছে। যা দিয়ে উৎপাদন করা হবে ৪১০ মেগাওয়াট বিদ্যুৎ।
আরএম/