কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিলসহ ট্রেনের পরিচালক (গার্ড) নিয়াজ মাহমুদকে আটক করেছে র্যাব। অভিযানে ট্রেনের লাগেজভ্যান থেকে ১১ কেজি গাঁজা ও ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল এক্সপ্রেস নামের ট্রেনটি আজ শুক্রবার সকাল ৮টার দিকে ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে যাত্রা বিরতি দেয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি দল ট্রেনটির পরিচালকের (গার্ডের) নিয়ন্ত্রণে থাকা লাগেজভ্যানের তালা খুলে তল্লাশি চালায়। তল্লাশি চলাকালে বুকিং ছাড়া লেপে মোড়ানো বস্তাবন্দি অবস্থায় ১১ কেজি গাঁজা ও ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
পরে ট্রেনের পরিচালক নিয়াজ মাহমুদকে আটক করে ভৈরব র্যাব ক্যাম্পে নেওয়া হয়। র্যাব সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে নিয়াজ মাহমুদ টাকার বিনিময়ে মাদকদ্রব্য চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। দুপুর ১২টার দিকে র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক চন্দন দেবনাথ।