কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে দু’টি ট্রেনের সংঘর্ষ এবং হতাহতের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে আজ ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার তদন্ত কমিটি গঠনের বিষয়ে বাসসকে জানান, এ কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর অপারেশন্স অ্যান্ড মেইনটেনেন্স লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সভাপতি ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মাসুদ সরদারকে সদস্য সচিব করে এ কমিটি করা হয়।
কমিটির সদস্যরা হলেন নরসিংদী উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ, কিশোরগঞ্জ উপ-সহকারী পরিচালক মো. এনামুল হক ও ভৈরব বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. আজিজুল হক।
উল্লেখ্য, সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটে কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে স্টেশনের আউটার পয়েন্ট এলাকায় আন্ত:নগর এগারসিন্দুর ও মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। (বাসস)