ভৈরবে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

ছবি : ইন্টারনেট

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হালিম (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি সে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিলো। সে ভৈরব পৌর শহরের পঞ্চবটী পুকুরপাড় এলাকার বাসিন্দা।

বুধবার (৬ জুন) দিবাগত রাতে শহরের গাছতলাঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত হালিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় ১০টিসহ আশপাশের থানায় ২০টিরও বেশি মামলা রয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, ‘মাদক ব্যবসায়ীরা বৈঠক করছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে দুই পক্ষের গোলাগুলির একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে হেলিম গুলিবিদ্ধ হয়ে পড়ে ছিল। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

মাদক ব্যবসায়ীদের গুলিতে উপপরিদর্শক জাহাঙ্গীর আলম, কনস্টেবল আব্দুস সাত্তার, দুলাল মিয়া ও আব্দুল মান্নান আহত হন বলেও দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।

ওসি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, তিনটি গুলি, ৫১০টি ইয়াবা এবং ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।’

রাসেল/