ভৈরবে মেঘনায় নিখোঁজ নটরডেম কলেজশিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে নিখোঁজ ঢাকা নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

রোববার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কাচ বাজার এলাকার মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই শিক্ষার্থীর নাম সানজিদা বিনতে তানভির প্রাপ্তি (২১)। প্রাপ্তি ঢাকা লক্ষ্মীবাজার এলাকার তানভির আহম্মেদের কন্যা।

এর আগে শনিবার (১৪ জুলাই) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর চর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে ঢাকা নটরডেম কলেজের কম্পিউটার বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ২ কলেজশিক্ষার্থী নিখোঁজ হন।

তারা হলেন, ঢাকা মগবাজার এলাকার ইসরাকুল মেহরাব (২২) ও ঢাকা লক্ষ্মীবাজার এলাকার তানভির আহম্মেদের কন্যা সানজিদা বিনতে তানভির প্রাপ্তি।

ঢাকা নটরডেম কলেজের ৭জন শিক্ষার্থী শনিবার বিকালে আশুগঞ্জ উপজেলার মেঘনার বুকে জেগে উঠা চরসোনারাম এলাকায় ঘুরতে আসেন। শিক্ষার্থীরা চরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখার পর চরের উত্তর-পশ্চিম পাশে মেঘনা নদীতে গোসল করতে নামেন।

গোসল করার এক পর্যায়ে সেলফি তোলার সময় প্রাপ্তি (২১) পানিতে তলিয়ে যায়। তাকে উদ্বার করতে গিয়ে মেহরাবও পানিতে তলিয়ে যায়।

আজকের বাজার/একেএ