ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের আক্রমণ থেকে ভোট কেন্দ্রগুলো রক্ষা করতে পারলে বিজয়ী হবেন বলে শনিবার জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে(ডিএসসিসি)বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন। গোপীবাগে শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়ার পর ইশরাক বলেন,‘আমাদের দলীয় সমর্থকেরা ক্ষমতাসীনদের একটি ভোট কেন্দ্র দখলের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। আমরা যদি ভোট কেন্দ্রগুলো তাদের হাত থেকে রক্ষা করতে পারি তবে অবশ্যই আমরা বিজয়ী হব।’ নির্বাচনে জয়ের ব্যাপারে‘আত্মবিশ্বাসী’ইশরাক আরও বলেন,‘ক্ষমতাসীন দলের কর্মীরা বেশ কয়েকটি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করছেন। আমরা ইতোমধ্যে নির্বাচন কমিশনকে অবহিত করেছি। আমরা আশা করি, ইসি ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করবে।’
ইলেকট্রিক ভোটিং মেশিন(ইভিএম)সম্পর্কে জানতে চাইলে ইশরাক বলেন, ইভিএম ব্যবহার করে তিনি কোনো সমস্যার মুখোমুখি হননি তবে এ পদ্ধতির প্রতি তার আস্থা নেই বলেও জানান তিনি। ‘আমি সফলভাবে আমার ভোট দিয়েছি মানে এর অর্থ এই নয় যে এই ব্যবস্থাটি ত্রুটিমুক্ত। কিন্তু এর ভেতরে ত্রুটিযুক্ত প্রোগাম থাকতে পারে,’যোগ করেন তিনি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান