ঢাকা দুই সিটিতে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।
শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল চারটা পর্যন্ত।
ঢাকা মহানগরীর ২ হাজার ৪৬৮ কেন্দ্রে নেয়া হয়েছে ভোট। প্রথমবারের মতো ঢাকার দুই সিটি’তে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে নেয়া হয়েছে ভোট। তাই ভোটের উৎসব ও শঙ্কার মধ্যে সাধারণ মানুষের মুখে মুখে প্রধান আলোচনার বিষয় ছিলো ইভিএম।
দুই সিটিতে মেয়র প্রার্থী ১৩ জন ও কাউন্সিলর প্রার্থী ৬৭৭ জন। সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী হিসেবে লড়াই করেছেন ১৫৯ জন। মোট ভোটার ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন।
আজকের বাজার/এমএইচ