খুলনা সিটি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভোট গণনা। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।
অনিয়মের অভিযোগে ১টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সাময়িকভাবে স্থগিত ২টি কেন্দ্রে পরে আবার ভোট নেওয়া হয়।
আওয়ামী লীগ মনোনিত নৌকার মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। ফলাফল যাইহোক মেনে নেব।
বিএনপি মনোনিত ধানের শীষ মার্কার প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ৮০ ভাগ ভোট কেন্দ্র দখল হয়েছে। কিছু কেন্দ্রে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
এদিকে ভোটের সামগ্রিক পরিবেশ-পরিস্থিতিতে সন্তুষ্ট নির্বাচন কর্মকর্তারাও। নির্বাচন কমিশনের যুগ্মসচিব আব্দুল বাতেন বলেন, সামগ্রিকভাবে সুষ্ঠু ভোট হয়েছে। কোথাও বড় ধরনের বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া যায়নি।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মেয়র পদে যে পাঁচজন প্রতিদ্বন্ধিতা করছেন তারা হলেন- আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক (নৌকা), বিএনপির নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ), জাতীয় পার্টির এসএম শফিকুর রহমান (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক (হাত পাখা) এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির মিজানুর রহমান বাবু (কাস্তে)।
খুলনা সিটিতে মোট ভোটার চার লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ ও নারী ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন। ভোটকেন্দ্র ১ হাজার ১৭৮টি। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার রয়েছে ৪ হাজার ৯৭২ জন।
নির্বাচনী আমেজে নিয়েই সমাপ্ত হলো ভোটগ্রহণ। এখন ফলাফলের অপেক্ষায় খুলনাবাসী।
রাসেল/