ভোটার তালিকায় এক চীনা নাগরিকের নাম পাওয়া গেছে। তিনি মিথ্যা তথ্য দিয়ে ফেনীতে ভোটার হয়েছেন। তার ব্যাপারে ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার চট্টগ্রাম নির্বাচন কার্যালয়ে নির্বাচনী কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা এ তথ্য জানিয়েছেন বলে খবর ইউএনবির।
সূত্র জানায়, সম্প্রতি ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রেজিস্ট্রেশন কর্মকর্তার কাছে ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, চীনা নাগরিক জোয়াং জি মিথ্যা তথ্য দিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তার জাতীয় পরিচয়পত্র নম্বর ১৯৮৬৩০২২৯০৯০০০০১৮।
তার বিরুদ্ধে ফৌজদারি মামলার জন্য ইসি সিদ্ধান্ত নিয়েছে। ভোটার তালিকা আইন-২০০৯ এর ১৮ ধারা অনুযায়ী এ মামলা করার জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান