আগামী সংসদ নির্বাচনের আগে দেশের ভোটার বাড়ছে ৪৩ লাখের বেশি। নির্বাচন কমিশন (ইসি) বলছে ২০১৮ সালের মধ্যেই নতুন এইসব ভোটারের নিবন্ধনকাজ শেষ হবে এবং তাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে।
নির্বাচন কমিশন সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে, আগামী বছরের মধ্যে নতুন করে যে ১ কোটি ৬০ লাখ ভোটারকে স্মার্ট কার্ড দেওয়া হবে তার আওতায়ই স্মার্ট কার্ড পাবেন ওই ৪৩ লাখ তরুণ ভোটার।
২০১৪ সালে সর্বশেষ হালনাগাদের পরে দেশে বর্তমানে নিবন্ধিত ভোটার সংখ্যা ১০ কোটি ১৮ লাখ। তবে ২০১৮ সালের হালনাগাদের সময় এর থেকে ইতোমধ্যে মারা যাওয়া ১৫ লাখ নাম ছাটাই করবে ইসি। এর পর যুক্ত হবে উল্লেখিত ৪৩ লাখ ভোটার। সব মিলিয়ে ২০১৮ সালের পরে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়াবে ১০ কোটি ৫০ লাখে।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দিন আহমেদ বলেন, ১১তম জাতীয় সংসদ নির্বাচনের আগেই নতুন পুরাতন সব ভোটারকে স্মার্ট কার্ড দেওয়া হবে।
তিনি বলেন, ২০১৪ সালের পরে যারা ভোটার হয়েছে তাদের সাময়িকভাবে একটা লেমিনেটেড কার্ড দেওয়া হলেও ২০১৮ সালের শেষ নাগাদ তাদেরও স্মার্ট কার্ড দেওয়া হবে।
আজকের বাজার: আরআর/ ২৮ নভেম্বর ২০১৭