ভোটের দিন সারাদেশে সাধারণ ছুটি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এসএম শাহীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৩০ ডিসেম্বর রবিবার সারাদেশে ছুটি ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপণে বলা হয়, নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৩০ ডিসেম্বর রবিবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

এতে উল্লেখ করা হয়, সকল সরকারি, আধাসরকারি, শ্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সকল নির্বাচনী এলাকায় নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ