ভোটের মাঠে ইমরান-জারদারি

চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটের মাঠে প্রচারণা চালাচ্ছেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান ও পাকিস্তান পিপল’স পার্টির (পিপিপি) নেতা ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

ইমরান খান বলছেন, তার দল ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরে ১ কোটি মানুষকে চাকরি দেয়া হবে। জারদারি বলছেন, প্রত্যেক পরিবারের একজনকে সরকারি চাকরি দেয়া হবে।

ডন জানিয়েছে, ইমরানের এমন ‘আকাশ কুসুম’ আশ্বাসে বিরোধী দলগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দল পিটিআইকে উপহাস করছে।

তবে জারদারি তার চেয়ে আরও বড় প্রতিশ্রুতি দিলেও সেটাকে আরও বস্তুনিষ্ঠ বলে মনে করছেন অনেকে। প্রতিশ্রুতির ক্ষেত্রে সংখ্যার কথাটা উল্লেখ করছেন না তিনি। দল দুটি এমন আশ্বাস দিয়েই জনগণের কাছে ভোট চাচ্ছে।

পত্রিকাটি বলেছে, প্রকৃতপক্ষে সরকারের ঋণ, প্রতিরক্ষা ও সরকারি প্রশাসন ব্যয় এবং সরকারের অন্যান্য বাজেট বরাদ্দের পর জনগণের উন্নয়নে এমন উচ্চাকাক্সক্ষা অবাস্তবই বটে।

আরজেড/