আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয়ক তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কিছু করবেন না। তবে ভোট চাওয়া ছাড়া এমপিরা সব কিছু করতে পারবেন বলে জানান তিনি।
শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় তোফায়েল বলেন, আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। আওয়ামী লীগের উত্তর সিটি নির্বাচনের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য তোফায়েল আহমেদ এও জানান, ‘আমরা সংসদ সদস্যরা ঘরোয়াভাবে অফিসে বসে বা মহল্লার কোনও বাসায় বসে মিটিং করতে পারবো। এগুলোতে কোন বাধা নেই। তবে ভোট চাইতে পারবো না। নির্বাচন কমিশন এটা ক্লিয়ার করেছে।’
আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজকের বাজার/এমএইচ