সিটি করপোরেশন নির্বাচনের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাসহ বৈঠকে বসেছেন নির্বাচন কমিশনাররা।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির রুমে এই বৈঠক শুরু হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার, কবিতা খানম, ব্রিগেডিয়ার শাহাদাৎ হোসেন, রফিকুল ইসলাম ও এনআইডির ডিজি ও নির্বাচনের আইনসৃখলা বাহিনীর সমন্নয় সেলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বৈঠকে উপস্থিত আছেন।
এই বৈঠক শেষে সিটি নির্বাচন বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন সিইসি।
আজকের বাজার/এমএইচ