জেলায় আজ মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। সভায় বিভিন্ন সরকারি দপ্তর তাদের চলমান উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি তুলে ধরেন।
এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন, পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো: হাসানুজ্জামান, জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: হাসান ওয়ারিসুল কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম প্রমূখ।
সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। (বাসস)