ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু রোধে আলোচনাসভা

জেলার লালমোহন উপজেলায় আজ পানিতে ডুবে শিশুর মৃত্যু রোধে পারিবারিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১ টায় লালমোহন প্রেসক্লাব-এর উদ্যোগে উপজেলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

লালমোহন প্রেসক্লাবের সহ-সভাপতি এনামুল হক রিংকুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্র’র আবাসিক মেডিকেল অফিসার ডা. মহসিন খান, পৌর আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জসিম জনি প্রমুখ।

পরে সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির ৫০-তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২০২৩ উদ্বোধন করেন। (বাসস)