ভোলায় পেঁয়াজের বাজারে মনিটরিং অভিযান

জেলার উপজেলা সদরে আজ পেঁয়াজের বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার দুপুরে জেলা প্রশাসনের উদ্যেগে শহরের খালপাড় ও কাঁচা বাজার এলাকায় পেঁয়াজের মোকামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ব্যবসায়ীদের পেঁয়াজের মূল্য অতিরিক্ত না রাখার জন্য সতর্ক করে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা বাসস’কে জানান, কেউ যাতে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করতে না পারে সেজন্য অভিযান চালানো হয়েছে। আজকের অভিযানে পাইকারী ইন্ডিয়ান পেঁয়াজ কেজিতে ১৪৫/- টাকা ও চায়না কেজিতে ১১০/- টাকা দাম নির্ধারণ করে দেওয়া হয়। পেঁয়াজ বিক্রেতাদের ক্রয় রশিদ যাচাইসহ বাড়তি দামে পেঁয়াজ বিক্রি না করতে সতর্ক করা হয়।

তিনি বলেন, তারপরেও যদি কেউ বাড়তি দাম রাখে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসানসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। (বাসস)